অত্র বিদ্যালয়টি টাংগাইল জেলার মির্জাপুর উপজেলার ৩ নং ফতেপুর ইউনিয়নের নিবিড় পল্লিতে অবস্থিত। বিদ্যালয়ে ১টি দু-তলা ভবন (২৫২০ বর্গফুট), একটি আধাপাকা ভবন (৭৫০ বর্গফুট), এবং ৩টি টিনশেট ঘর (২৬৪০ বর্গফুট) নিয়ে অফিস ও একাডেমিক কার্যক্রম পরিচারলিত হচ্ছে।
তৎকালীন বৃটিশ বিরোধী আন্দোলন যখন তুঙ্গে তখন এই উপমহাদেশে বিশিষ্ট বুদ্ধিজীবী, শিক্ষানুরাগী ও বিদ্যুৎসাহী ব্যক্তিবর্গ বুঝিলেন শিক্ষা ছাড়া শোষিত, নিষ্পেসিত মানুষের মুক্তি নাই। তৎকালীন অত্র থানায় বিভিন্ন গ্রামে ধনাঢ্য ও উপরোক্ত শ্রেনীর ব্যক্তিবর্গ জনগনের শিক্ষার জন্য বিদ্যালয় স্থাপন করেন। তখনই এই নিবিড় পল্লীর চাকলেশ্বর গ্রামের স্বর্গীয় সুরেশ চন্দ্র সরকার ও সতীশ চন্দ্র সরকার এবং অন্যান্য ব্যক্তিবর্গ এই গ্রামে ১১ জানুয়ারী ১৯৪৩ খ্রী: বিশেষ করে তফসিলী হিন্দু ও গরীব লোকদের কথা মাথায় রেখে বিদ্যালয়টি স্থাপন করেন। প্রতিষ্ঠাকালের উপর ভিত্তি করে বিদ্যালয়টির অবস্থান মির্জাপুরে ৫ম। অদ্যবদি বিদ্যালয়টি বিদ্যুৎসাহী দাতাগোষ্ঠি ও অন্যান্য ব্যক্তিবর্গের সহযোগীতায় সুনামের সহিত চলিয়া আসিতেছে।
ছবি | নাম | মোবাইল নং | ই-মেইল |
---|
0
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস