জমির পরিমান-১৭৪ শতাংশ, মোট ভবন-৩ টি, শ্রেণী কক্ষ-৯টি, শিক্ষক কক্ষ-২টি, কমনরুম(ছাত্রী) ১টি, স্টোর রুম-২টি, খেলার মাঠ, টয়লেট(শিক্ষক)২টি, টয়লেট( ছাত্র) ২টি, বিদ্যুৎব্যবস্থা ও টিউবওয়েল আছে। শিক্ষক: পুরুষ-৮ জন, মহিলা- ২ জন, ৩য় শ্রেণী কর্মচারী- ১ জন, ৪র্থ শ্রেণী কর্মচারী-৪জন।
দানবীর মরহুম আ: হামিদ সাহেব কুরনী গ্রামের এক সম্ভ্রান্ত মুসলীম পরিবারের একজন বিশিষ্ট ব্যবসায়ী ব্যক্তিত্ব। তার পিতা নাম: মৃত হাজী জবেদ আলী সিকদার। হাজী মৃত: জবেদ আলী সিকদারের দুই পুত্র। জেষ্ঠজন আ: হামিদ এবং কনিষ্ঠজন জালাল উদ্দিন।জালাল উদ্দিন অবিবাহিত অবস্থায় অপরিনত বয়সেই মৃত্যুবরন করেন। কুরনী গ্রামের একজন বিশিষ্ট শিক্ষানুরাগী ব্যক্তিত্ব মরহুম ফয়েজ উদ্দিন মাষ্টার সাহেব একদিন আ: হামিদ সাহেবকে ডেকে বললেন, আমাদের অশিক্ষিত অন্ধকারাচ্ছন্ন এলাকায় শিক্ষার আলো ছড়িয়ে অন্ধকার দুরিভূত করার জন্য একটি শিক্ষা প্রতিষ্ঠান প্রয়োজন। তাই তুমি যদি এই অশিক্ষিত এলাকায় একটি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে শিক্ষার আলো ছড়িয়ে দেয়ার ব্যবস্থা করতে তা হলে একটু শান্তি পেতাম। এ প্রস্থাব আ: হামিদ সাহেব তার পিতা হাজী মো: জবেদ আলী সিকদার সাহেবকে জানালেন এবং বললেন আমার ছোট ভাই মৃত জালাল উদ্দিনের স্মৃতি অম্লান রাখার জন্য কুরনী গ্রামে মরহুম জালাল উদ্দিনের নামে একটি শিক্ষা প্রতিষ্ঠান করতে চাই। পিতার সম্মতিতে আ: হামিদ সাহেব কুরনী গ্রামে আরোও কতিপয় শিক্ষানুরাগী ব্যক্তিবর্গের সংগে আলোচনা সাপেক্ষে তাদের সহযোগীতা কামনা করে স্কুল প্রতিষ্ঠার সিদ্ধান্ত নিলেন। আর এভাবেই আ: হামিদ সাহেব কুরনী জালাল উদ্দিন উচ্চ বিদ্যালয়টি প্রতিষ্ঠা করলেন। |
ছবি | নাম | মোবাইল নং | ই-মেইল |
---|
শ্রেণিছাত্রছাত্রীমোট ৬ষ্ঠ৬২৭২১৩৪ ৭ম৫৩৫৫১০৮ ৮ম৪১৪৮৮৯ ৯ম৪২৪৭৮৯ ১০ম৩২৩৬৬৮ মোট২৩০২৫৮৪৮৮
হাজী মো: নজরুল ইসলাম |
সভাপতি |
দেওয়ান মো: কবির হোসেন |
শিক্ষক প্রতিনিধি |
|
,, |
লুচি আক্তার |
সংরক্ষিত শিক্ষক মহিলা প্রতিনিধি |
মো: আবুল কালাম আজাদ |
অভিভাবক সদস্য |
মো: জালাল সিকদার |
,, |
মো: জামাল মিয়া |
,, |
মো: আ: আলীম |
,, |
দেলুয়ারা বেগম |
সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য |
মো: শরিফুল ইসলাম |
প্রতিষ্ঠাতা সদস্য |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস