বিদ্যালয়টি ৩ টি পাকা বিল্ডিং ও ৫টি টিনের পাকা ঘর দ্বারা পরিচালিত হচ্ছে । ছাত্র –ছাত্রীর সংখ্যা ৮১৮ জন। মোট শ্রেণী কক্ষের সংখ্যা ১৬ টি, অফিস কক্ষ ২ টি, ও মসজিদ আছে একটি।
০১/০১/১৯৭১ ইং সালে মরহুম হাসমত আলী সাহেবের নেতৃত্বে স্থানীয় গন্য মান্য বিদ্যানুরাগী, হিতৈষী ব্যক্তিগনের সহায়তায় বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। উক্ত সালে মহান মুক্তিযোদ্ধ চলাকালীন সময়ে বিদ্যালয়ের কার্যক্রম এক বছরের জন্য স্থগিত থাকে। পরবর্তিতে ০১-০১-১৯৭২ সাল হইতে পুনরায় বিদ্যালয়ের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয় এবং ঐ সাল হইতে নবম শ্রেণী খোলার অনুমতি প্রাপ্ত হয়। ১৯৭৪ সালে অত্র বিদ্যালয় হইতে সর্ব প্রথম মানবিক শাখায় এস এস সি পরীক্ষায় অংশ গ্রহন করে। তখন হইতে বিরতিহীন ভাবে প্রতিবছর এস,এস,সি পরীক্ষায় অংশ গ্রহন করিতেছে এবং দিন দিন ছাত্র/ছাত্রীর সংখ্যা বৃদ্ধি সহ শিক্ষার মান উন্নত হইতেছে। বিদ্যালয়টিতে ১৯৭৫ সালে বিজ্ঞান শাখা খোলার অনুমতি প্রাপ্ত হয় এবং ২০০২ সাল হইতে ব্যবসায় শিক্ষা শাখা খোলার অনুমতি পাইয়া বর্তমান পর্যন্ত সুষ্ঠভাবে পরিচালিত হইতেছে।
ছবি | নাম | মোবাইল নং | ই-মেইল |
---|
শ্রেণিছাত্রছাত্রীমোট ৬ষ্ঠ১১৯৯২২১১ ৭ম৮৭৭৮১৬৫ ৮ম৮৮৫৫১৪৩ ৯ম১০৩৮৯১৯২ ১০ম৫৮৫১১০৯
ছাত্র/ছাত্রীদের জন্য হোস্টেল এবং কম্পিউটার ল্যাব স্থাপন করা।
প্রধান শিক্ষক- মো: ফরিদ হোসেন
মোবাইল নং-০১৭১৮৭৯৩৭৩৩
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস